এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও রোগীর থেকে টাকা নেওয়ার অভিযোগ ডানকুনির এক নার্সিংহোমের বিরুদ্ধে।

হুগলি , ২৪ ডিসেম্বর:- রোগীর “স্বাস্থ্যসাথী কার্ড” থাকা সত্ত্বেও ডানকুনি আরুণোদয় নার্সিংহোমের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ রোগীর পরিবারের তরফ থেকে। হৃদরোগে আক্রান্ত হয়ে ডানকুনির আরুণোদয় নার্সিংহোমে ভর্তি করা হয় ডানকুনি কালীপুরে বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা অবলা বাগ’কে। বৃদ্ধার নামে প্রথমে স্বাস্থ্য সাথীর কার্ড না থাকলেও পরে সেটি করিয়ে নেওয়া হয়। রোগীর চিকিৎসা বাবদ নার্সিংহোম কর্তৃপক্ষ ৫১,০০০/- টাকার বিল বানানোর অভিযোগ করা হয় ও নার্সিংহোম কর্তৃপক্ষ খুব খারাপ ব্যাবহার করেন রোগীর পরিবারের সাথে এমনটাই জানানো হয় রোগীর পরিবারের তরফ থেকে। অবশেষে রোগীর পরিবার নার্সিংহোমের বিল পেমেন্ট করে রোগীকে অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করেন।

রোগীর নামে “স্বাস্থ্যসাথী” কার্ড থাকা সত্ত্বেও রোগীর নামে বিল বানানোর কারণ নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। তারা ক্যামেরা দেখে মুখ লুকোনোর চেষ্টা করেন। অবশেষে নার্সিংহোমের উচ্চতর নেতৃত্বের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কাউকেই ফোনে পাওয়া যায়নি। অবশেষে রোগীর পরিবারের তরফ থেকে চন্দননগর পুলিশ কমিশনারেট, ডানকুনি থানা, ডানকুনি পৌরসভায় ও এক্সসিকিউটিভ অফিসার’, স্থানীয় বিধায়ক, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ করেন। তাদের তরফ থেকে সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হবে ও ঘটিনাটি সত্য প্রমান হলে নার্সিংহোমের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা ও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয় বলে দাবি করেন রোগীর পরিবারের তরফ থেকে।