এই মুহূর্তে জেলা

বড়দিন উপলক্ষে আলোর রোশনাই এ সেজে উঠবে রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর।

মহেশ্বর চক্রবর্তী, ২২ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আলোর রোশনাইয়ে সেজে উঠবে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর। রীতি মেনেই ২৫ ডিসেম্বরের আগের দিন সন্ধ্যায় বিশ্বের সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজন করা হয় যিশুর উপাসনা ও বাইবেল পাঠ অনুষ্ঠান।সারা বিশ্বের রামকৃষ্ণ মঠ ও মিশনে ২৪ শে ডিসেম্বরই যিশুর উপসনা হয়।সেই রীতি অনুসারে কামারপুকুর মঠ ও মিশনে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। করোনা পরিস্থিতির জন্য কোভিড প্রোটোকল মেনে যথারীতি প্রতি বছরের মতো এই বছরও প্রভু যিশুর উপাসনার আয়োজন করা। মঠ সুত্রে জানা গিয়েছে, খ্রিস্টান ধর্মের রীতি মেনে যিশুখ্রিস্টের প্রতিকৃতির সামনে কেক, ফল, কফি রেখে, বাতি জ্বালিয়ে নিষ্ঠার সঙ্গে দিনটি পালন করা হয়।

রামকৃষ্ণ মিশন আয়োজিত বাইবেল পাঠ ও প্রাক ক্রিসমাস উপলক্ষে কামারপুকুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে। এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের অধক্ষ্য মহারাজ স্বামী লোকোত্তর নন্দজী মহারাজ জানান, প্রতি বছরই কামারপুকুর মঠ ও মিশন খ্রিষ্টমাস ইভ পালন করা হয়।তবে রামকৃষ্ণ মঠ ও মিশনে ২৪ শে ডিসেম্বর সন্ধ্যাবেলা ক্রিসমাস ইভ পালন করা হয়। বাইবেল পাঠ করা হয় এবং ক্যারোল সংগীত পরিবেশন করা হয়। কোভিড প্রোটোকল মেনে উপাসনা করা হবে।সবমিলিয়ে কামারপুকুর মঠ ও মিশনে যিশুর উপাসনার প্রস্তুতি চলছে জোরকদমে।