এই মুহূর্তে কলকাতা

ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২০ ডিসেম্বর:- সামনে বড়দিন,ইংরেজি নতুন বছর।কনকনে ঠাণ্ডায় ছুটির মেজাজে আমবাঙালি। কিন্তু অতিমারির জুজু এখনও পিছু ছাড়েনি। বরং ওমিক্রণ রূপ ধারণ করে নতুন করে চোখ রাঙাচ্ছে সে। এই কথা স্মরণ রেখে সব রকম সতর্কতা অবলম্বন করে বড়দিন ও নতুন বছরের উৎসবে সামিল হতে রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অ্যালেন পার্কের ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন সকলকে। তিনি বলেছেন, ‘করোনার কথা মাথায় রাখতে হবে। আমি ক্রিসমাস কার্ণিভালের জন্য বেতারেন্ড টমাস ডিসুজাকে বলেছিলাম ফাঁক ফাঁক করে মেলা বসাতে। ইন্দ্রনীল ও নন্দীনিকে বলেছিলাম পরিসরটা বড় করতে কারণ একসঙ্গে অনেক লোক এলে ঘিঞ্জি হয়ে যাবে। করোনা কিন্তু যায়নি। মাথায় রাখতে হবে ওমিক্রন এসেছে এবার। এটা আবার বেশি ছড়ায়। তাই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতেই হবে।’

ক্রিসমাস কার্ণিভালের জন্যই বড়দিন থেকে নববর্ষের সপ্তাহজুড়ে বিধিনিষেধে ছাড় দিয়েছে রাজ্য সরকার। কিন্তু করোনার কথা মাথায় রাখতে বারবার নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ‘বিদেশ থেকে যারা আসছেন তারা একটু সাবধানে থাকুন। ভারতে অনেকেই এসেছেন যারা ওমিক্রন আক্রান্ত। কটা দিন পরিবারের সঙ্গে মনে মনে যোগাযোগ রাখুন। দূরত্ব বজায় রাখুন। আসলে কী হয়, এই ওমিক্রন একজন আক্রান্ত হলে গোটা বিমানে তিনশো জন আক্রান্ত হয়। তারা আবার আরও ৩০০০ জনকে আক্রান্ত করতে পারে। এটা মানুষ থেকে মানুষে ছড়ায়। ১২-১৪ ঘন্টা বিমানে ট্রাভেল করলে টয়লেট ব্যবহার করতেই হয়। তাই এটা হয়।’ অ্যালেন পার্কে এদিন ক্রিসমাস কার্ণিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, সাংসদ ডেরেক ও ব্রায়েন, নগরপাল সৌমেন মিত্র সহ আরও অনেকে।