এই মুহূর্তে কলকাতা

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি ও নাকা চেকিং শুরু।


কলকাতা,১৮ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটগ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে। আজ সকাল থেকেই পুলিশের তরফে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান ও নাকা চেকিং শুরু হয়েছে। কলকাতা সংলগ্ন হাওড়া, ডায়মণ্ড হারবারের বিভিন্ন অংশেও নাকা চেকিং করা হচ্ছে। চিংড়িহাটা এলাকায় বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের বিশেষ বাহিনী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। বাইক থামিয়ে নথি পরীক্ষা করা হচ্ছে। সকাল থেকে নিউ মার্কেট এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে। ঢালাই ব্রিজ ও গড়িয়া শীতলা মন্দির এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। মুকুন্দপুরের একাধিক হোটেলে তল্লাশি চালানো হয়। অন্যদিকে, ডিসিআরসি গুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের জন্য ১৬ টি ডিসিআরসি খোলা হয়েছে। ৪ হাজার ৯৫৯ টি বুথের জন্য থাকছে ৬ হাজার ৫৭০ টি ইভিএম। ১ হাজার ৭৭৬টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ।