এই মুহূর্তে জেলা

জাল পাসপোর্ট ও আধার কার্ডের তদন্তে হাওড়া থেকে গ্রেফতার ২।

হাওড়া, ১৬ ডিসেম্বর:- জাল পাসপোর্ট ও আধার বানানোর ঘটনার তদন্তে নেমে হাওড়া ময়দান এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম দিকে কলকাতায় গ্রেফতার হন সন্দেহভাজন এক বাংলাদেশী। তাঁর কাছ থেকে উদ্ধার হয় এদেশের নকল আধার কার্ড ও পাসপোর্ট। তদন্তে উঠে আসে কলকাতার সিঁথি থানা এলাকার এক ব্যক্তি টাকার বিনিময়ে বানিয়ে দিয়েছিলেন তাঁর ওই নকল নথি।

সিঁথির ওই ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ জানতে পারে হাওড়া ময়দান এলাকার একটি দোকান থেকে বানানো হয়েছিল ওই জাল পাসপোর্ট ও আধার কার্ড। বুধবার রাতে সিআইডির একটি বিশেষ দল হাওড়া ময়দানে অভিযান চালিয়ে ওই দোকান থেকে ২ জনকে গ্রেফতার করে নিয়ে যান। জানা গেছে, এদের কাছ থেকে বেশ জিনিস উদ্ধার করেছেন তদন্তকারীরা।