এই মুহূর্তে জেলা

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে শ্রীরামপুর আর,এম,এস ময়দানে হতে চলেছে ফ্রি ওয়াইফাই জোন।

হুগলি, ১৩ ডিসেম্বর:- ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে শ্রীরামপুর পৌরসভা স্থানীয় ঐতিহাসিক গান্ধী ময়দানকে ওয়াই ফাই জোন হিসেবে তৈরি করছে। এ ব্যাপারে বলতে গিয়ে শ্রীরামপুর পৌরসভার প্রশাসক গৌরমোহন দে জানান যেভাবে ইন্টারনেট পরিষেবার খরচ বাড়ছে তাতে বিশেষ করে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে খুবই কষ্টকর হয়ে উঠেছে। সেই কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীরা দিনের একটা সময় যাতে এই পরিষেবা পান সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

গৌর বাবু বলেন সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত গান্ধী ময়দান সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীরা যাতে বিনা পয়সায় ইন্টারনেট পরিষেবা পান তার জন্যই আমাদের এই উদ্যোগ। এদিকে এই পরিষেবা চালু হলে সাধারণ ছাত্র-ছাত্রীদের অনেকটাই সুবিধা হবে তা অকপটে স্বীকার করছেন এখানকার ছাত্র-ছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা। তাঁদের বক্তব্য পৌরসভার পক্ষ থেকে যদি এই ব্যবস্থা নেয়া হয় তাহলে পড়াশোনার ব্যাপারে অনেকটাই সুবিধা পাবে আমাদের ছেলেমেয়েরা।