এই মুহূর্তে কলকাতা

চীন , ইতালির পর মুখ্যমন্ত্রীর নেপাল সফরেও আপত্তি জানালো বিদেশ মন্ত্রক।

কলকাতা, ১০ ডিসেম্বর:- কেন্দ্রের বিজেপি সরকারের কূটকৌশলে বিদেশ সফরের আমন্ত্রণ রক্ষা করা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চীন এবং ইটালির পর এবার মুখ্যমন্ত্রীর নেপাল সফরেও আপত্তি জানিয়েছে বিদেশ মন্ত্রক। তাদের সবুজ সঙ্কেত না মেলায় আমন্ত্রণ গ্রহণ করেও নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া হচ্ছেনা বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রের ছাড়পত্র পেলে শুক্রবারই তাঁর কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিক কী কারণে মুখ্যমন্ত্রীর এই সফরে ছাড়পত্র দেওয়া হলো না তা এখনও স্পষ্ট নয়। ১০-১২ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই কনভেনশনযোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীকে।

এর আগে এই বছর‌ই রোমের সান্তিয়াগোতে ওয়ার্ল্ড পিস সামিটে আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমন্ত্রণ জানানো হয়েছিলো। অক্টোবর মাসের প্রথমার্ধে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় তখন রোম যেতে পারেননি তিনি। তার আগে চিন সফরে যাওয়ার ছাড়পত্র‌ও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। রাজনৈতিক মহলের একাংশের অভিমত দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এর জনপ্রিয়তা কেন্দ্রের শাসক দল বিজেপির চক্ষুশূল হয়ে উঠছে সেকারণেই বিদেশের কোন মঞ্চে তার সফর কে কৌশলে আটকাতে এ ধরনের কার্যকলাপ চলছে।