এই মুহূর্তে জেলা

জমি জায়গা নিয়ে বিবাদের জেরে সুপারি দিয়ে খুনের চেষ্টা , ঘটনায় গ্রেপ্তার ২।

হুগলি, ১০ ডিসেম্বর:- সুপারি দিয়ে খুনের চেষ্টার অভিযোগে সুপারি কিলার সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চণ্ডীতলা থনার ভুতোদিঘী গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল অমল মহুরি ও বাবন দে। অমলের বাড়ি চণ্ডীতলায়। বাবানের বাড়ি রিষড়া থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃতদের এ দিন শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর জমি জায়গা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশি ব্যাঙ্ক কর্মী শ্রীমন্ত সাঁতরাকে খুনের সুপারি দেয় অমল। দুষ্কৃতী বাবান দে সহ তিনজনকে ২০ হাজার টাকার সুপারি দেয়। পরিকল্পনা মাফিক কয়েকদিন ধরে সুপারি কিলারদের ভুতোদিঘীতে এনেও রাখে। বৃহস্পতিবার রাতে শ্রীমন্তর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে বরাত জোড়ে রক্ষা পায় শ্রীমন্ত। এরপরেই পুলিশে ফোন করেন শ্রীমন্ত। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করে। দু’জন পালিয়ে যায়।