এই মুহূর্তে জেলা

ব্যাটারি ব্লাস্ট আরামবাগ বাস স্ট্যান্ডে।

আরামবাগ, ৯ ডিসেম্বর:- হঠাৎ করেই বিকট শব্দ ব্যাটারি ব্লাস্ট। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ব্যাটারি ব্লাস্টের জেরে গুরুতর জখম হয় যুবক।তাকে উদ্ধার করে হুগলির আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবকের নাম সেখ ফিরদৌস। এদিন আরামবাগ বাস স্ট্যান্ডে একটি বাসে ব্যাটারি লাগানোর কাজ করতে করতে প্লাস-মাইনাসের সমস্যার কারণে বাসের মধ্যে ওই ব্যাটারিটি বিকট শব্দে ব্লাস্ট করে।

শেখ ফেরদৌস নামে এক যুবক গুরুতর জখম হন। তার ডান দিকে চোখের ক্ষতি হয় এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়।তারপর অবস্থার অবনতির কারণে আরামবাগ মহকুমা হাসপাতাল থেকে তাঁকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা।