এই মুহূর্তে জেলা

আরামবাগ উৎসবের দিন ঘোষণা পৌরসভার।

আরামবাগ, ৮ ডিসেম্বর:- হুগলির আরামবাগবাসীর প্রানের উৎসব হলো আরামবাগ উৎসব। তাই ডিসেম্বর মাস পড়লেই এলাকার বহু মানুষ এই আরামবাগ উৎসবের ঘোষনা কবে হবে সেই দিকে তাকিয়ে থাকেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কোভিড প্রোটোকল মেনে আরামবাগ উৎসব হবে বলে ঘোষনা করে আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগ পৌরসভায় পৌরনাগরিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে সবদিক বিবেচনা করে প্রতি বছরের মতো এই বছরও ২৬ শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পযন্ত আরামবাগ উৎসব হবে।

তবে সামগ্রিক অনুষ্ঠানের কিছুরা কাটছাট করা হয়েছে এবারের আরামবাগ উৎসবে। উল্লেখ্য করোনা পরিস্থিতির জন্য গত বছরে আরামবাগ উৎসব বন্ধ ছিলো। কিন্তু এই বছর আরামবাগ উৎসব হবে নাকি সেই বিষয়ে জল্পনা শুরু হয়েছিলো। এদিন বৈঠকের মাধ্যমে ঠিক হয় আরামবাগ উৎসব হবে। বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী ও প্রশাসক মন্ডলীর অন্যান্য সদস্য এবং আরামবাগ পৌরসভার বিশিষ্ট নাগরিকরা। আরামবাগ উৎসবের খবরে খুশির জোয়ার আরামবাগে।