হাওড়া, ৮ ডিসেম্বর:- মন্ত্রীর উদ্যোগে শিশুসাথী কার্ড একদিনেই পেল পরিবার। হার্টের অপারেশন বিনা খরচে হবে এসএসকেএম হাসপাতালে। হাওড়ার শিবপুরের ফজির বাজারের বাসিন্দা এক পরিবারের শিশুর চিকিৎসার জন্য পরিবারের হাতে শিশুসাথী প্রকল্পের কার্ড তুলে দিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শিশুর মা জানান, তাঁর ২ মাসের পুত্র সন্তানের হৃদযন্ত্রের (ফুটো) সমস্যা রয়েছে। তার চিকিৎসার জন্য তিনি অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বুধবার মন্ত্রী শিশুসাথী কার্ড তাঁদের হাতে তুলে দেন। মন্ত্রী অরূপ রায় বলেন,
হাওড়ার ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা এক ২ মাসের শিশুর হার্টে ছিদ্র রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর শিশুসাথী প্রকল্পের মাধ্যমে আগামী দিনে শিশুটি এসএসকেএম হাসপাতালে অপারেশনের পর সুস্থ হয়ে ঘরে ফিরবে। মঙ্গলবার শিশুটির পরিবার আমাদের কাছে এসেছিলেন। আমরা শিশুসাথী কার্ড তৈরি করে বুধবার সকালের মধ্যেই ওই পরিবারের হাতে তুলে দিয়েছি। কলকাতার এসএসকেএম হাসপাতালে শিশুটির অপারেশন হবে। সব ব্যবস্থা করা হয়েছে। শিশুসাথী প্রকল্পের মাধ্যমে শিশুটির অপারেশন হবে সম্পূর্ণ বিনাখরচে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই প্রকল্পে শিশুসাথী কার্ডের মাধ্যমে ওই শিশুটির সম্পূর্ণ চিকিৎসা বিনা পয়সায় হবে। এদিন পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী।