এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় ও বৃষ্টির সতর্কতা হিসেবে হাওড়া পুরসভায় খোলা হলো কন্ট্রোল রুম।

হাওড়া, ৩ ডিসেম্বর:- ওড়িশা অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জওয়াড। আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব এরাজ্যেও পড়ার সম্ভাবনা রয়েছে। যাত্রী নিরাপত্তার কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় এর জেরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ যাওয়া আসার বহু ট্রেন বাতিল করা হয়েছে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে। দক্ষিণ পূর্ব রেলের কয়েকটি ডিভিশনের আপ ও ডাউনের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যে সমস্ত যাত্রীরা আগে থেকে রিজার্ভেশন করেছেন তাদের কাছে মোবাইলে ম্যাসেজ যাবে। তারা টিকিট বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন। পাশাপাশি ইস্ট-কোস্ট রেলওয়ের কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এদিকে, সাইক্লোন ‘জাওয়াদ’ এর মোকাবিলায় আগাম প্রস্তুত রাজ্য। প্রস্তুতি নেওয়া হয়েছে হাওড়া পুরসভার তরফ থেকেও।

হাওড়া পুর প্রশাসকমন্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী জানান, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর জন্য হাওড়া পৌরনিগমে কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। এই কন্টোলরুম নাম্বার হল ৬২৯২২ ৩২৮৭০/৭১। এই সময় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টিতে যেসব জায়গায় জল দাঁড়ানোর সমস্যা থাকে সেই সব জায়গায় যাতে পাম্প চালু রাখা যায় সে ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। এই জেলায় বৃষ্টি হওয়ার বেশি। সেই কারণে ত্রিপল, শুকনো খাবার, মিনারেল ওয়াটারের পাউচ প্যাক প্রভৃতি মজুত রাখা হয়েছে। প্রয়োজনে যাতে প্রভাবিত এলাকায় দ্রুত পাঠানো যায় তার ব্যবস্থা রাখা হয়েছে। জমা জলে যেসব জায়গা প্রভাবিত হয় সেসব জায়গায় আটটি স্কুলে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে সেখানে মানুষকে স্থানান্তরিত করা হবে। যেসব জায়গায় কম জল দাঁড়ায় সেই অঞ্চল থেকে পাম্প সরিয়ে নিয়ে যে সব জায়গায় জল বেশি দাঁড়ায় সেই সব অঞ্চলে পাম্পগুলি বসানো হয়েছে। এই সময় ১২টি পাম্পিং স্টেশন এবং ৪০টি পাম্প চালু রাখা হবে।

মোট ১১টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে। শনি, রবি ও সোম এই তিনদিন এই ব্যবস্থা থাকবে। এই নিয়ে শুক্রবার দুপুরে হাওড়া পুরসভায় এক জরুরি বৈঠক ডাকা হয়। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর নেতৃত্বে ওই বৈঠক হয়। সেখানে আগাম সতর্কতা হিসেবে কনজারভেন্সি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। পুরসভা সূত্রে খবর, ঘূর্ণিঝড় ও অতিভারী বৃষ্টিপাতের সতর্কতায় ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১৫, ৪৫, ৫০, ২০ ও ২১ এইসব ওয়ার্ডে যেখানে বেশি জল জমে সেখানে ২০টি পাম্প ইতিমধ্যেই বসানো হয়েছে। ৩টি বড়ো পাম্প সহ মোট ৩৫টি পাম্প জল নামানোর জন্য ব্যবহার করা হবে। শনিবার সকাল ৮টা থেকে পুরসভায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হবে। কন্ট্রোল রুম নম্বরঃ
৬২৯২২ ৩২৮৭০
৬২৯২২ ৩২৮৭১।
কনজারভেন্সি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের ছুটি বাতিল করা হয়েছে।