খানাকুলঃ, ২ ডিসেম্বর:- দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে। প্রায় পাঁচ কোটি টাকার সোনা রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে খানাকুল বাজারে। বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা রুপার গহনা ও নগদ টাকা মিলিয়ে প্রায় ৫কোটি টাকার জিনিষপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কতীরা। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
খানাকুল বাজারের মতো জনবহুল এলাকায়, নাইট গার্ড থাকা সত্তেও কিভাবে দুষ্কৃতীরা দোকানের ছাদে উঠে একাধিক তালা ভেঙে গ্যাসকাটার ব্যবহার করে চুরি করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ এলাকার মানুষ।এই বিষয়ে খানাকুল বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্চয় বটব্যাল জানান, দুঃসাহসিক ডাকাতি হয়।শোনা যাচ্ছে প্রায় পাঁচ কোটি টাকার মতো চুরি হয়েছে। নাইট গাড ছিলো।কিন্তু সকালে এসে জানা যায় ডাকাতির ঘটনা।সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।