হুগলি, ৩০ নভেম্বর:- ডেঙ্গু আতঙ্কে দিন কাটছে কানাইপুর এর বিভিন্ন এলাকার মানুষের। তার মধ্যে অন্যতম শোচনীয় অবস্থা কানাইপুর এর গঙ্গানগরের ওয়াটার পাম্প এলাকার বাসিন্দাদের।এলাকায় দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকছে নর্দমার জল। সেই জল রাস্তায় উঠে আসায় আরো সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। গঙ্গানগর এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানায় যে তাদের এলাকায় প্রথমে ভালো নর্দমা ছিল কিন্তু বিপত্তি ঘটে নতুন করে বাঁধানো নর্দমা তৈরি করায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ নতুন নর্দমাটি ভালো ভাবে না হওয়ায় একটুতেই জল জমে রাস্তায় উঠে জমে থাকছে জল। আর সেই জমা জলে ডিম পারছে মশারা।
এলাকায় এর ফলে ব্যাপক ভাবে বেড়েছে মশার দাপট। কিন্তু কানাইপুর গ্রামপঞ্চায়েত বা এলাকার পঞ্চায়েত সদস্যদের বারবার জানিয়েও কোনো সুরাহা মিলছে না দীর্ঘদিন। ফলে ডেঙ্গু আতঙ্কে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান অচ্ছেলাল যাদব বলেন ডেঙ্গু নিধনে যথাসাধ্য কাজ করা হচ্ছে। ইতিমধ্যে একটি টিম গঠন করে কাজ চালানো হচ্ছে। প্রথমে কানাইপুরে তিনজন ডেঙ্গু আক্রান্ত হলেও এখন তার সংখ্যা শুন্য। আর যেসব জায়গা থেকে অভিযোগ আসছে সেখানেও দ্রুত কাজ শুরু করছে পঞ্চায়েত।