এই মুহূর্তে জেলা

প্রশাসনের উদাসীনতায় আরামবাগ শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে অবৈধ টোটো।

আরামবাগ, ৩০ নভেম্বর:- আরামবাগ শহরজুড়ে অবৈধ টোটোর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ উঠছে।পাশাপাশি এই বিষয়ে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলছেন স্থানীয় মানুষ। তাদের দাবী আরামবাগ শহরে নথিভুক্ত টোটোর পাশাপাশি অবৈধ টোটো চলাচল করায় যানজটের শিকার হচ্ছে এলাকার মানুষ। ছোট খাটো দুর্ঘটনা তো লেগেই আছে। তাই অবৈধ টোটো চলাচল বন্ধের দাবীতে সরব হয়েছেন পৌর নাগরিকরা। প্রশাসন ও টোটো ইউনিয়ন সুত্রে জানা গেছে, ২৯০ টা টোটোর নাম্বার প্লেট লাগানো হয়েছে এবং ৫০ টির মতো টোটোর নাম্বার প্লেটের জন্য দরখাস্ত করা হয়েছে। মোট ৩৪০ টির মতো টোটো নতিভুক্ত আছে।

বাকী বহু টোটো অবৈধ ভাবে চলাচল করছে।এই অবৈধ টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা পৌরবাসীর।এই বিষয়ে আরামবাগ টোটো ইউনিয়নের সম্পাদক নজর আলি জানান, আমরা অবৈধ্য টোটোগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলছি। আমাদের নতিভুক্ত টোটো চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে বলেছি।অপরদিকে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, আমরা অবৈধ টোটো নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করছি।অবৈধ টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যানজট কমানোর জন্য মাইকিং করা হচ্ছে। সবমিলিয়ে এখন দেখার আরামবাগ শহরে অবৈধ্য টোটোর দৌরাত্ম্যে কমাতে প্রশাসন কি ব্যবস্থা নেয়।