এই মুহূর্তে জেলা

শেওড়াফুলিতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক ব্যক্তি।

হুগলি, ২৮ নভেম্বর:- শেওড়াফুলি বুড়ি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিযে গেল এক ব্যাক্তি। পুলিশ সূত্রে খবর মৃত ব্যাক্তির নাম রাম পারভেজ সাহানি (৪২)। বাড়ি বিহারের সশস্তিপুর জেলায় বাড়ি। শেওড়াফুলি পাইকারি বাজারে মুটিয়ার কাজ করত। ছট পূজোয় বাড়ি গিয়ে ছিল। আজ ভোরে বাড়ি ফিরেছে। সকালে বাজারে নিজের কাজকর্ম সেরে স্নান করতে আসে গঙ্গার ঘাটে। তার পরেই তলিয়ে যায়। স্থানীয়রা খবর দেয় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ লঞ্চ নিয়ে তল্লাসির চালায়।স্থানীয়দের অভিযোগ প্রসাশনের ডুবুরি দিয়ে তল্লাসির কথা বলা হয়েছে, এখনও উদ্ধারকার্য চললেও উদ্ধার করা সম্ভব হয়নি।