আরামবাগ, ২৭ নভেম্বর:- রেল ব্রিজ সংস্কারের দাবিতে তৃণমূলের বিক্ষোভ আরামবাগে।মরনফাঁদ রেলব্রীজের নিচে দিয়ে চলে যাওয়া রাজ্য সড়ক। সামান্য কয়েক মিটার রাস্তাতে সৃষ্টি হয়ে এই মরন ফাঁদ।হুগলি জেলার গোঘাট থেকে তারকেশ্বর গামী রেলপথের ১৫৫ নম্বর রেল ব্রীজের নীচে এই বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। রেল ব্রীজের নিচে বলে রাজ্য সরকারের দপ্তর করছে না। আর অন্যদিকে রেল ব্রীজ দিয়ে দিব্যি ট্রেন চলে যাচ্ছে বলে রেল দপ্তরও ব্রীজের নিচের রাস্তা মেরামত করছে না।কিন্তু জীবনকে বাজি রেখে চালকেরা গাড়ি চালাছেন। এদিন তাই আরামবাগ দৌলতপুর রেল ব্রীজের রাস্তা বেহাল। রেল দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ তৃনমুলের।প্রথমে আরামবাগের দৌলতপুরের ১৫৫ নম্বর রেল ব্রীজের নীচে বিক্ষোভ দেখায় তৃনমুল। তারপর আরামবাগ রেলস্টেশনে বিক্ষোভ দেখায় তৃনমুল। পাশাপাশি আরামবাগ রেলস্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেয়।
উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদ্বীপ সিংহ রায়, আরামবাগের বর্ষীয়ান তৃনমুল নেতা তথা আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ জগন্নাথ দাসসহ অন্যান্যরা।এই বিষয়ে তৃনমুল নেতা স্বপন নন্দী বলেন, আরামবাগের রেল ব্রীজের নীচের রাস্তা বেহাল হয়ে রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রেল দপ্তর মেরামত করছে না।গাড়ি চলাচল থেকে শুরু করে মানুষ চলাচল করতে পারছে না। বহু মানুষ এই রেল ব্রীজের রাস্তা খারাপ হওয়ায় গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবী জানাচ্ছি। অপরদিকে আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদ্বীপ সিংহ রায় বলেন, বার বার রেলকে জানিয়েও কাজ হচ্ছে না।আজও একটা ডেপুটেশন দেওয়া হবে।যদি রেল ব্রীজের নীচের রাস্তা গুলি সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।