এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সব সরকারি হসপিটালে প্রবীণ নাগরিকদের যত্ন নেওয়ার জন্য চালু হচ্ছে বিশেষ ইউনিট।

কলকাতা, ২৬ নভেম্বর:- প্রবীণ কল্যানে ফের এক বড়সড় পদক্ষেপ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের সব সরকারি হাসপাতালে প্রবীণ নাগরিকদের যত্ন নেওয়ার জন্য বিশেষ ইউনিট চালু করা হচ্ছে। প্রথম পর্বে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে এই পরিষেবা। যার নাম দেওয়া হয়েছে জেরিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বিভিন্ন সরকারি হাসপাতালে সমীক্ষা চালানোর পরে এই ইউনিটটি তৈরির জন্যে প্রাথমিক ভাবে মেডিক্যাল কলেজ ও হাসপাতালকেই বেছে নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। আপাতত ইউনিটটিতে ২০ টি শয্যার ব্যবস্থা থাকবে। পরবর্তী পর্যায়ে অবশ্য অন্যান্য হাসপাতালেও একই ধরণের ব্যবস্থাপনা তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে শিশুদের চিকিৎসার বিশেষ ইউনিট রয়েছে। কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য কোন ব্যবস্থা ছিল না।

অথচ রোজদিন অসংখ্য প্রবীণ নাগরিক সরকারি হাসপাতালে পরিষেবা নিতে এসে নানা প্রতিকূলতায় পড়তেন। প্রবীণ নাগরিকদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই সরকারের তরফে এমন সিদ্ধান্তের কথা জানা গেছে। গত কয়েক বছর ধরে সমীক্ষার মধ্য দিয়ে এই তথ্য উঠে এসেছে যে বিভিন্ন সরকারি হাসপাতালে বয়স্ক মানুষরা পরিষেবা পেতে এসে বহু ঝক্কি পোয়ান। এবার এই ইউনিট চালু হলে প্রবীণ নাগরিকদের বহুবিধ সাহায্য হবে মনে করছেন ওয়াকিবহাল মহল। এই ইউনিটে যেমন অভিজ্ঞ চিকিৎসকরা থাকবেন, তেমনি অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাও থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসেই এমন উদ্যোগ শুরু হচ্ছে বলে খবর। কলকাতা মেডিক্যাল কলেজে এই বিভাগের দায়িত্বে থাকবেন চিকিৎসক অরুণাংশু তালুকদার। বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রবীণ নাগরিকদের চিকিৎসার ব্যবস্থা আছে, তবে আলাদা করে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ইউনিট এই প্রথম। রাজ্য সরকারের এই উদ্যোগে বহু মানুষ যে সুবিধা পাবেন বলাই বাহুল্য।