এই মুহূর্তে জেলা

কৃষি বিল আন্দোলনের বর্ষপুর্তি উপলক্ষ্যে মিছিল বামেদের।

আরামবাগ, ২৬ নভেম্বর:- সকালে তৃনমুলের পর বিকালে কৃষি বিল প্রত্যাহার নিয়ে মিছিল বামেদের।কৃষি বিল আন্দোলনের বর্ষপুর্তি উপলক্ষ্যে মিছিল বাম কৃষক সংগঠনের। এদিন আরামবাগ শহর জুড়ে এই মিছিল করে বামেরা। এই মিছিলে পা মেলান বাম নেতা তথা আরামবাগ লোকসভার প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, বাম নেতা পুর্নেন্দু চট্টোপাধ্যায়, শান্ত সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে বাম নেতা শক্তিমোহন মালিক বলেন, কৃষক আন্দোলনের ফলে যে সমস্ত কৃষক শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই। কৃষি বিল প্রত্যাহারের কথা ঘোষনা করা হয়েছে। এখানেই থেকে থাকলে হবে না। সংসদের মধ্যে বিল এনে তাকে একেবারে বাস্তবে পরিনত করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন কৃষকসহ গরীর মানুষের স্বার্থে পেট্রোল ও ডিজেলের দাম কমাতে হবে। তা না হলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে।