এই মুহূর্তে জেলা

লিঙ্করোড কে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ আরামবাগ ট্রাফিক পুলিশের।

আরামবাগ, ২৬ নভেম্বর:- লিঙ্করোডকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে তৎপর হয়ে উঠছে প্রশাসন।বিশেষ করে আরামবাগ শহরের উপর দিয়ে লিঙ্করোডকে যানজট মুক্ত করতে এদিন ট্রাফিক পুলিশের তৎপরতা দেখা গেলো। আরামবাগের গৌরহাটি মোর থেকে পল্লীশ্রী পর্যন্ত নো পার্কিং করা হয়েছে। তাই এদিন নো পার্কিংয়ে রাখা চারচাকা গুলিকে আরামবাগ ট্রাফিক পুলিশ আইন মেনে কাঁটা চাবি দিয়ে দেয়।

পাশাপাশি বেআইনি ভাবে পার্কিং করার জন্য স্পট ফাইন করে।উল্লেখ্য হুগলি জেলার মধ্যে অন্যতম দুর্ঘটনা প্রবন রাস্তা হলো আরামবাগের লিঙ্করোড।প্রায় সময়ই দুর্ঘটনায় মারা যায় মানুষ। কয়েকদিন আগেও একজন তরতাজা যুবক দুর্ঘটনায় বলি হয়। এলাকার মানুষ আরামবাগের ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তারপরই লড়েচড়ে বসে প্রশাসন। সবমিলিয়ে এদিন ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।