হাওড়া, ২৫ নভেম্বর:- দাশনগরে গুলি চালিয়ে ব্যবসায়ীকে খুনের চেষ্টার কিনারা। আগেই গ্রেফতার হয়েছিল একজন। বাকি ২ জনকেও গ্রেফতার করা হলো। দাসনগরে ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনার কিনারা করলো পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সব দুস্কৃতিরা ধরা পড়ল। বুধবারই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর জগাছা থানার পুলিশের জালে ধরা পড়লো আরও ২ জন। ধৃতদের নাম স্বর্নদীপ রায়চৌধুরী ও কমল দে।
এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও তিনটি ওয়ান শটার বন্দুক।জগাছা থানা এলাকার ধাড়সা এলাকায় এরা গা ঢাকা দিয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। বুধবার দাশনগরের ব্যবসায়ী দেশ কুমার দে’কে প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টা করে দুস্কৃতিরা। অল্পের জন্য বেঁচে যান তিনি। গুলি চালানোর ছবি ধরা পড়ে সিসিটিভিতে।তোলাবাজির টাকা না ওই ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।