এই মুহূর্তে জেলা

অটোচালকের হাতে প্রহৃত বাসচালক, বন্ধ বাস, চাঞ্চল্য চুঁচুড়ায়!

সুদীপ দাস, ২২ নভেম্বর:- এক বাসচালককে মারধরের অভোযোগ উঠলো অটোচালকদের বিরুদ্ধে। মুখ ফেটে জখম বাসচালক। মূল অভিযুক্ত অটোচালককে গ্রেফতারের দাবীতে প্রায় কয়েক ঘন্টা বন্ধ রইলো দুটি রুটের বাস। চরম ভোগান্তি যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনের সামনে। ঘটনায় আহত বাসচালকের মুখে তিনটি সেলাই পরেছে। স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল ১১টা বাজার কিছুক্ষন আগে চুঁচুড়া-তারকেশ্বর ১৭নম্বর রুটের একটি বাস চুঁচুড়ার দিকে আসার সময় স্টেশন সংলগ্ন মাছ বাজারের সামনে দাঁড়িয়। উল্টোদিক থেকে বাঁশ বোঝাই একটি মোটর ভ্যান রাস্তার গর্তে পরে নিয়ন্ত্রন হারায়। ভ্যানোতে থাকা বাঁশ ১৭নম্বর রুটের বাসের চাকায় ধাক্কা মারে। ঘটনায় বাস থেকে নামতে গিয়ে দু’একজন যাত্রীর বাঁশের ধাক্কায় সামান্য চোট পান। অভিযোগ এরপরই ওই এলাকায় দাঁড়িয়ে থাকা অটোচালকরা বাসে ঢুকে বাসচালক সেখ আফসার আলিকে মারতে শুরু করে। বাঁধা দিতে গিয়ে চড়-থাপ্পর খান বাসের সহযোগী ইমতিয়াজও। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই এক অটোচালক সজোরে বাসচালকের মুখে ঘুষি মারে বলে অভিযোগ।

ঘটনায় মুখ ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে বাস চালকের। এরপর বাসে থাকা যাত্রীরা রুখে দাঁড়াতেই পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান অন্যান্য বাস কর্মীরাও। তাঁরা আফসারকে নিয়ে চুঁচুড়া সদর হাসপাতালে গেলে তাঁর মুখে তিনটি সেলাই পরে। এরপর চুঁচুড়া-তারকেশ্বর ১৭ এবং চুঁচুড়া-হরিপাল ১৮নম্বর রুটের বাসচালক সহ কর্মীরা বাস বন্ধ করে চুঁচুড়া থানায় অভিযোগ জানাতে আসে। অভিযোগ পেয়েই চুঁচুড়া স্টেশন সংলগ্ন অটোস্ট্যান্ডের এক কর্মীকে থানায় তুলে নিয়ে আসে পুলিশ। এরপর সেই এলাকার অটোচালকরাও চুঁচুড়া থানায় চলে আসে। থানায় তখন বিশাল পুলিশ বাহিনী থাকায় দু’পক্ষের মধ্যে সেভাবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও দুপুর আড়াইটার পর ‍মূল অভিযুক্ত ওই অটোচালককে (যিনি আফসারের মুখে ঘুষি মেরেছেন বলে অভিযোগ) গ্রেফতারের আশ্বাস মিললে বাস চলাচল স্বাভাবিক হয়। চুঁচুড়ার বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েসনের সভাপতি দেবব্রত ভোমিক বলেন আমাদের উপরে অটো-টোটোদের অত্যাচার নতুন নয়। পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির বাজারে আমরা এমনিতেই বহু রুটে লোকসানে বাস চালাচ্ছি। সবটাই সাধারন মানুষের কথা ভেবে। আমরা কম পয়সায় বেশী দূর পর্যন্ত বেশী মানুষকে নিয়ে যাই। তাই সরকারেরও যাত্রীবাহী গাড়িগুলির মধ্যে সবার আগে আমাদের কথা ভাবতে হবে।