এই মুহূর্তে জেলা

যানজট মুক্ত আরামবাগ শহরকে করতে প্রশাসনিক বৈঠক পৌরসভায়।

আরামবাগ, ২২ নভেম্বর:- আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো সোমবার বিকালে আরামবাগ পৌরসভায়। আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাড়ি পার্কিং করা থাকে। অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিসেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকে পড়ছে এবং পথ দুর্ঘটনাও ঘটছে।এর জেরে বহু মানুষের প্রান হানি ঘটে বলে অভিযোগ। তাই শহরকে যানজটমুক্ত করতেই জনতার দরবারে এ নিয়ে একটি আলোচনা সভা করেন পৌর প্রধান স্বপন নন্দী। জানা গেছে, আরামবাগ শহরে ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে সব রখম ব্যবস্থা করা হবে।

এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ আই সি বরুণ কুমার ঘোষ, আরামবাগ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ডাঃঅতনু কন্ডু, পৌর পৌরপ্রসাক স্বপন নন্দী, আরামবাগ বিডিও কৌশিক ব্যানার্জী, আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট, পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া, আরামবাগ পৌরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অচিন্ত্য কুন্ডু, আসিস্টেন্ট সুপার আরামবাগ মহকুমা হাসপাতালসহ অন্যান্যরা।এখন দেখার আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে আরামবাগ প্রশাসন কি পদক্ষেপ নেয়।