এই মুহূর্তে জেলা

পৌরসভার উন্নয়নমূলক পোস্টার ও ব্যানার ছেড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।


হুগলি, ২১ নভেম্বর:- আরামবাগ পৌরসভার উন্নয়নমূলক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ১৯ নং ওয়ার্ড সংলগ্ন রেল ষ্টেশনের কাছে। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। এ দিন স্টেশন রোড সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের ফ্লেক্স এবং পৌরসভার উন্নয়নমূলক কাজের বিবরণ সংক্রান্ত বেশ কিছু ফ্লেক্স ও কাট আউট ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ পৌর প্রশাসকের। এদিন ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল নেতা শেখ রহিম সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।

এ প্রসঙ্গে আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, আমাদের আরামবাগ পৌরসভায় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক ফ্লেক্স কাট আউট এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিড়ে ফেলে দিয়েছে। এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় প্রচারের জন্য মুখ্যমন্ত্রীর যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প আছে এবং কাজ হয়েছে তার ফ্লেক্স আমরা লাগিয়েছিলাম। এইভাবে উন্নয়নমূলক প্রকল্পের ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে দমিয়ে রাখা যাবে না।