কলকাতা, ২০ নভেম্বর:- ক্রিকেট জ্বরে কাঁপছে তিলোত্তমা। রবিবার ভারত নিউজিল্যান্ড টি ২০ ম্যাচে ক্রিকেট প্রেমীদের ঢল নামতে চলেছে ইডেনে। সেই মর্মে প্রস্তুতি চলছে জোড় কদমে। ক্রিকেট প্রেমীদের জন্য রবিবার রাতে বিশেষ বাস পরিষেবা চালাবে রাজ্য পরিবহণ নিগম। এসপ্ল্যানেড বাস ডিপো থেকে নাইট সার্ভিস সহ মোট ৩৭ টি বিশেষ বাস চালানো হবে বলে নিগমের তরফে জানানো হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুটে চালানো হবে বাস। রাতে বাস পেতে যাতে খেলা দেখতে আসা মানুষজন অসুবিধায় না পারেন সেদিকে নজর রাখা হচ্ছে। চার জন নোডাল অফিসারকেও কাল এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে মোতায়েন রাখছে রাজ্য পরিবহণ নিয়ম।