কলকাতা, ২০ নভেম্বর:- রাজ্য সরকার চলতি বছরের মধ্যে আরও ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।নবান্নে আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন। সেখানে পয়লা জানুয়ারির আগে ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। আগামী বছর পয়লা জানুয়ারি ছাত্র দিবস হিসাবে পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন। তার আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আরও গতি আনতে উদ্যোগী হয়েছে সরকার।
অন্যদিকে আজ এক লপ্তে বহু পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের অনুমোদনপত্র তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। জেলায় জেলায় শিবির করে পড়ুয়াদের হাতে লোনের কাগজ পত্র তুলে দেওয়া হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে,আজ কলকাতা সহ গোটা রাজ্যে ১৭৬টি শিবিরেরে আয়োজন করা হয়। জেলা ছাড়াও মহকুমা স্তরে এই শিবিরের আয়োজন করা হয়। একদিনে ১১ হাজারের বেশি পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড বা প্রাথমিক অনুমোদনপত্র ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। একদিনে বিলি হওয়া ঋণের পরিমাণ প্রায় ২৮০ কোটি টাকা।