হাওড়া, ২০ নভেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় একটি বেসরকারি হোমে (শিশু আশ্রম) হানা দিলো পুলিশ। চলল ধরপাকড়। স্থানীয় শ্রীরাম ঢ্যাং রোডের ওই সেন্টারে শুক্রবার রাতে অতর্কিতে হানা দেয় পুলিশ। জানা গেছে, ওয়েলফেয়ার সোসাইটির নামে স্পেশালিস্ট এডাপটেশন এজেন্সি চলছিল সেখানে। বেশ কয়েক বছর আগে থেকেই সেন্টারটি চলছিল।
হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্র এবং পুত্রবধূর তত্ত্বাবধানে চলত এই এজেন্সি এমনই অভিযোগ স্থানীয়দের। অবৈধ কাজের অভিযোগ ছিল। এই কারণেই রাত থেকে দফায় দফায় পুলিশ সেখানে হানা দেয় এবং ধরপাকড় চালায়। হোম কাণ্ডে গ্রেফতার সমাজ কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও হাওড়া পুরসভা ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ সহ ১০ জনকে হাওড়া আদালত থেকে আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল। তবে তদন্তের স্বার্থে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।