এই মুহূর্তে কলকাতা

সাইবার ও জঙ্গি দমনের মতো সমস্যা নিয়ে লখনউতে পুলিশ কর্তাদের সম্মেলন হতে চলেছে।

কলকাতা, ২০ নভেম্বর:- সাইবার অপরাধ, জঙ্গি দমনের মতো দেশের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করতে লখনউতে পুলিশ কর্তাদের সম্মেলন চলছে। সমস্ত রাজ্যের পুলিশ প্রধানেরা বৈঠকে রয়েছেন। ওই সম্মেলনে রাজ্যের প্রতিনিধিত্ব করছেন রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য। আজ ও রবিবার জুড়ে চলা ওই বৈঠকে প্রতিটি রাজ্যের পুলিশের মহানির্দেশক এবং ইনস্পেকটর জেনারেল পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মত বিনিময় করবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত বছর করোনার কারণে এই সম্মেলন হয় পুরোপুরি ভার্চুয়াল। এবার সম্মেলন হচ্ছে ‘হাইব্রিড ফরম্যাটে’। বিভিন্ন রাজ্যের ডিজিপি, আইজিপি এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের প্রধানরা লখনউতে উপস্থিত হয়েছেন।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের আইবি ও এসআইবি-র আধিকারিকরা ৩৭ টি অফিস থেকে অনলাইনে বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকের মূল আলোচ্য সাইবার অপরাধ, ডাটা গভর্ন্যান্স, জঙ্গি দমন, নকশাল দমন, মাদক পাচার এবং সংশোধনাগারের সংস্কার ইত্যাদি। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি মনোজ মালব্যও ওই বৈঠকে উপস্থিত আছেন। শুক্রবারই তিনি লখনউ-এর উদ্দেশে রওনা হন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছর পুলিশ প্রধানদের সঙ্গে এই বৈঠকটি খুব গুরুত্বের সঙ্গে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নিজে প্রতিটি বৈঠকে উপস্থিত থাকেন। তিনি খোলামেলা আলোচনায় উৎসাহ দেন। পুলিশ প্রধানরা যাতে সরাসরি তাঁর কাছে বক্তব্য পেশ করতে পারেন, সেদিকে নজর রাখেন। ২০১৪ সালের আগে পুলিশ প্রধানদের এই বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হত। মোদীর আমলে ওই বৈঠক হয় রাজধানীর বাইরে। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে বৈঠক হয়েছিল অনলাইনে।