এই মুহূর্তে জেলা

নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড এর উদ্যোগে রক্তদান উৎসব।

হুগলি, ২০ নভেম্বর:- ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড এর উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়। শিবিরে ব্যাঙ্কের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়ার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী। ব্যাংকের চেয়ারম্যান মানস রায়। এদিন এই শিবির নিয়ে উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। পুরুষদের পাশাপাশি মহিলারাও এখানে রক্তদান করেন। বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী বলেন সমবায় ব্যাঙ্ক হলো সংঘবদ্ধতার হাতিয়ার। সমবায় গুলি যেভাবে কাজ করে তাদের পাশে সর্বদা আমাদের সরকার থাকে।

সমবায় ব্যাঙ্কগুলিও রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডে প্রকল্প ছাত্র-ছাত্রীদের ঋন দিচ্ছে। গ্রামাঞ্চলেও সমবায় ব্যাঙ্কের মাধ্যমে চাষী ভাইরা সাবসিটি পাচ্ছে। কিন্তু আমরা দেখলাম মোদি সরকার সমবায় ব্যাঙ্ক গুলিকে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রনাধীন করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি এই ব্যাংকের চেয়ারম্যান মানস রায় জানান এই ব্যাংক শুধু ব্যাংক প্রতিষ্ঠানই নয় বা জমা খরচের ব্যাংক নয়। এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। এই ভাবেই আমরা এটাকে সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করার চেষ্টা আমরা করেছি। এবং আমাদের আশা আগামী দিনে গ্রাহকদের সবরকম সহযোগিতা আমরা পাব।