এই মুহূর্তে কলকাতা

আসন্ন রবি মরশুমে ৭৬ লক্ষ কৃষককে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার।


কলকাতা, ১৯ নভেম্বর:- আসন্ন রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের ৭৬ লক্ষ কৃষককে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। ১৩ লক্ষ ৫৫ হাজারের বেশি নতুন উপভোক্তা এই মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাচ্ছেন বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। কৃষি দফতর সূত্রে খবর গত আগস্ট মাসে দুয়ারে সরকার শিবিরের এই নতুন উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হয়েছেন। আসন্ন রবি মরশুমেই তাঁরা প্রকল্পের সুবিধা পাবেন। চলতি খারিফ মরশুমে রাজ্যের প্রায় ৬৩ লক্ষ কৃষক রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাদের ব্যাংক একাউন্টে সহায়তা বাবদ জমা পরা টাকার মোট অঙ্ক প্রায় ১ হাজার ৮১৯ কোটি। এবার আরও সাড়ে ১৩ লক্ষ উপভোক্তার নাম এই প্রকল্পে যুক্ত হওয়ায় এবার বরাদ্দ আরো বাড়তে চলেছে বলে কৃষি কর্তারা জানিয়েছেন। এবার প্রকল্পের ব্যয় আড়াই হাজার কোটি টাকা ছাড়া বে বলে তারা মনে করছেন।

সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। খুব শীঘ্রই এবারের সহায়তা বিলির দিনক্ষণ ঘোষণা করা হবে বলে দফতরের তরফে জানানো হয়েছে। বিধানসভা ভোটের আগে ‘কৃষক বন্ধু’ প্রকল্পে আর্থিক সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃতীয় দফায় সরকার গঠনের এক মাসের মাথায়, মন্ত্রিসভায় পাশ করিয়ে সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা যে-সব উপভোক্তার জমির পরিমাণ এক একর বা তার বেশি, তাঁরা বছরে দু’বার পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান। এক একরের কম জমির ক্ষেত্রে ন্যূনতম আর্থিক সহায়তার পরিমাণ দু’হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয় চার হাজার। আগের মতোই এই প্রকল্পের আওতায় থাকা কৃষকের অকালমৃত্যুতে পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে।