এই মুহূর্তে জেলা

স্বামী ও মেয়েকে কুপিয়ে জখম স্ত্রী।

সুদীপ দাস, ১৯ নভেম্বর:- স্বামী ও মেয়ের পর নিজেকে কুপিয়ে জখম স্ত্রী। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানা এলাকায়। গুরুতর জখম অবস্থায় এদিন রাতেই তিনজনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় মূল অভিযুক্ত স্ত্রী তন্দ্রা ঘোষ(৫২) স্বামী সুবিমল ঘোষ(৬৩) এবং মেয়ে সুলগ্না ঘোষ(২৬)-কে বটি দিয়ে কুপিয়ে নিজেও বটির আঘাতে জখম হন বলে অভিযোগ। সুবিমল ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। সুবিমলবাবু বৃহস্পতিবার রাতে ঘরেই বসেছিলেন বলে জানান। অভিযোগ এদিন হঠাৎ করেই তন্দ্রা দেবী বটি দিয়ে সুবিমলবাবুকে আঘাত করেন। বাঁধা দিয়ে গিয়ে জখম হন মেয়ে সুলগ্নাও। পরে বটি দিয়ে নিজেকে কোপান তন্দ্রাও। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে তিনজনকেই উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠায়। পান্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।