সুদীপ দাস, ১৯ নভেম্বর:- স্বামী ও মেয়ের পর নিজেকে কুপিয়ে জখম স্ত্রী। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানা এলাকায়। গুরুতর জখম অবস্থায় এদিন রাতেই তিনজনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় মূল অভিযুক্ত স্ত্রী তন্দ্রা ঘোষ(৫২) স্বামী সুবিমল ঘোষ(৬৩) এবং মেয়ে সুলগ্না ঘোষ(২৬)-কে বটি দিয়ে কুপিয়ে নিজেও বটির আঘাতে জখম হন বলে অভিযোগ। সুবিমল ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। সুবিমলবাবু বৃহস্পতিবার রাতে ঘরেই বসেছিলেন বলে জানান। অভিযোগ এদিন হঠাৎ করেই তন্দ্রা দেবী বটি দিয়ে সুবিমলবাবুকে আঘাত করেন। বাঁধা দিয়ে গিয়ে জখম হন মেয়ে সুলগ্নাও। পরে বটি দিয়ে নিজেকে কোপান তন্দ্রাও। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে তিনজনকেই উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠায়। পান্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের।
হাওড়া,২৬ জানুয়ারি:- থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের। রবিবার হাওড়ায় বিজেপির তরফ থেকে বিভিন্ন থানার সামনে ভারতমাতা পূজোর কর্মসূচি নেওয়া হয়। বিজেপি কর্মীরা আসার অনেক আগে থেকেই পুলিশ বিভিন্ন থানার সামনে ব্যারিকেড করে রাখে। যদিও বিজেপি কর্মীরা আসার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশ বিজেপি […]
বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠকে দলেরই কয়েকজন সদস্যের উপর নিগ্রহের অভিযোগ।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- ২০২১এর বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বুধবার বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক চলাকালীন দলেরই কয়েকজন সদস্যের উপর নিগ্রহের অভিযোগ উঠেছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। যদিও দলীয় নেতৃত্বে দাবি, এরা দলের কেউ নন। বহিষ্কৃত সদস্য। এরা সেখানে কেন গিয়েছিলেন সেই প্রশ্ন তোলেন দলীয় […]
বিচারে বিলম্ব , এজলাসের ভিতরেই হাতের শিরা কাটলো বিচারাধীন বন্দি।
সুদীপ দাস, ২৪ ডিসেম্বর:- বিচার ব্যবস্থায় বিলম্ব হওয়ায় চুঁচুড়া আদালতের এজলাসের ভেতরেই হাতের শিরা কাটলো এক বিচারাধীন বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। পুলিশ সূত্রে জানা যায় চন্দননগর হলদেডাঙ্গার বাসিন্দা বিক্রম কুন্ডু কে ২০২০ সালে এনডিপিএসের ঘটনায় গ্রেফতার করে চন্দননগর থানা। প্রায় দেড় বছর হলেও অতিক্রান্ত হলেও সেভাবে বিচার পাচ্ছেনা আসামিরা। এনডিপিএসের কেসে দীর্ঘদিন আসামিরা […]