এই মুহূর্তে জেলা

বিনা লাইসেন্সে চিকিৎসা ! ধৃত হাওড়ার দুই দন্ত চিকিৎসক।

হাওড়া, ১৯ নভেম্বর:- বিনা লাইসেন্সে চিকিৎসা করার অভিযোগ। ধৃত হাওড়ার দুই দন্ত চিকিৎসক। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ লিলুয়া ও হাওড়া থেকে দুই ভুয়ো ডেন্টাল ডাক্তারকে গ্রেফতার করেছে। সিআইডির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের আবেদনের ভিত্তিতে তদন্ত করা হয়েছিল। অভিযোগ, এরা গত কয়েক বছর ধরে অবৈধভাবে চিকিৎসার কাজ করছিল। ধৃতদের নাম রবীন্দ্র সরণি লিলুয়ার নীরজগুপ্ত এবং হাওড়ার বেণীমাধব মুখার্জি লেনের পীযূষ দাস ওরফে বাঘা।

পুলিশ জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশে অভিযোগ করা হয়েছিল যে গত কয়েক বছর ধরে লিলুয়া এবং হাওড়ায় দুই চিকিৎসক বিনা লাইসেন্সে রমরমিয়ে দাঁতের চিকিৎসক হিসেবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সেইমতো বৃহস্পতিবার লিলুয়া এবং হাওড়ায় বিশেষ অভিযান চালায় গোয়েন্দা দপ্তরের একটি দল। ওই অভিযানে লিলুয়া থানা এলাকার রবীন্দ্র সরণি থেকে ডাঃ নীরজ গুপ্তা এবং হাওড়ার বেণীমাধব লেন থেকে ডাঃ পীযুষ দাসকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।