এই মুহূর্তে জেলা

হাওড়ায় এসে গেল ইভিএম।

হাওড়া, ১৮ নভেম্বর:- পুরভোটের দিন ঘোষণার আগেই হাওড়ায় এলো ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। হাওড়ার ডুমুরজলায় স্ট্রংরুমে এদিন যথাযথ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হলো ইভিএমগুলি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে ইভিএমগুলিকে ফার্স্ট লেভেল চেকিং এর জন্যে নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছে। নির্বাচনে ব্যাবহারের আগে প্রথম দফা চেকিং এর জন্যেই মূলত এই ইভিএমগুলিকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।