সুদীপ দাস, ১৪ নভেম্বর:- সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে এবারের মত বিদায় জানানো শুরু হলো চন্দননগরে। চন্দননগরের মন্ডপে মন্ডপে দশমীর সকাল থেকেই শুরু হয় মাকে বরনের পালা। এরপর মহিলারা একে অপরকে সিঁদুর রং-এ রাঙিয়ে দেয়। সঙ্গে ঢাক-তাসার তালে কোমর দুলায় মহিলারা। মহিলাদের বক্তব্য আজ মন তো একটু খারাপ হবেই। তবে কোভিডের মধ্যেও যে এবার পুজোর আনন্দ অনেকটাই উপভোগ করতে পেরেছি সেটা ভেবেই ভালো লাগছে। চন্দননগর চড়কতলা সার্বজনীনে মহিলাদের সিঁদুর খেলা ও নাচের ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায়।