হাওড়া, ১২ নভেম্বর:- কয়েক দফা দাবিতে শুক্রবার বিকেলে এসএফআই হাওড়া জেলা কমিটির তরফ থেকে হাওড়ার জেলাশাসক অফিসে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এদিন হাওড়া পঞ্চাননতলায় জেলা ছাত্র অফিসে জমায়েতের পর এসএফআইয়ের কর্মীরা ডিএম অফিসের কাছে আসার চেষ্টা করলে পুলিশ আগেভাগেই ব্যারিকেড করে তাদের আটকে দেয়। এই সময় এসএফআইয়ের কর্মীরা ব্যারিকেড ধরেই ধস্তাধস্তি শুরু করে। এসএফআইয়ের মহিলা কর্মীরা রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন।
তাদের দাবি স্বাস্থ্য বিধি ও সুরক্ষা মেনে স্কুল-কলেজ খুলতে হবে। সকল ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনের ব্যবস্থা সহ স্কুল-কলেজের পড়ুয়াদের পরিবহন খরচ মকুব করতে হবে। কলেজে ভর্তির ফি কমানো কমাতে হবে। ভর্তির আসন সংখ্যা বাড়াতে হবে। শিক্ষা ব্যবস্থায় বেসরকারিকরণ চলবে না। নিট পরীক্ষা বাতিল করতে হবে। এই দাবিতে তারা এদিন বিক্ষোভ দেখায়। পরে এসএফআইয়ের এক প্রতিনিধি দল জেলাশাসকের অফিসে গিয়ে ডেপুটেশন দেয়।