সুদীপ দাস, ১১ নভেম্বর:- বৃহস্পতিবার মহাসপ্তমী। এদিন সকালে চন্দননগরের মন্ডপে মন্ডপে শুরু হয় পুজোপাঠ। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে মা জগদ্ধাত্রীর আরাধনা চলে। একাধারে মায়ের পুজো নিয়ে ব্যাস্ত উদ্যোক্তারা। অন্যদিকে এদিন সকাল থেকেই চন্দননগরে প্রতিমা দর্শনে চলে আসেন দূর-দূরাম্ত থেকে আগত দর্শনার্থীরা। সকাল থেকেই বড়দের হাত ধরে কচিকাচাদের আনাগোনা শুরু হয় চন্দননগরের রাস্তাঘাটে।
মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শনের জন্য ভিড় করেন অনেকে। হাল্কা শীতের রোদ গায়ে মেখে জগৎজননীর উৎসবে মাতেন সকলে। বিশেষ করে লক্ষ্মীগঞ্জ বাজার, চন্দননগর স্টেশন রোড, বাগবাজার, বড়বাজার, স্ট্র্যান্ড, মানকুন্ডু স্টেশন রোড, ভদ্রেশ্বরে দর্শনার্থীদের ঢল নামা শুরু হয়ে যায় সপ্তমীর সকাল থেকেই। ভিড় এড়াতে অনেকেই বাড়ির বয়স্কদের নিয়ে সকাল সকাল প্রতিমা দর্শনে বেড়িয়ে পরেন অনেকেই।