হাওড়া, ১০ নভেম্বর:- ছটপুজো উপলক্ষে হাওড়ায় গঙ্গার ঘাট জলপথে পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর। উপস্থিত ছিলেন ডিসি হেড কোয়ার্টার, ডিসি সাউথ, ডিসি নর্থ ও এসিপি সেন্ট্রাল। ছট পুজো উপলক্ষে এবার পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এবিষয়ে ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ছট পুজোর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাওড়া সিটি পুলিশের প্রায় ২০০ জন অফিসার, ৪০০ জন কনস্টেবল, ২০০ জন সিভিক ভলেন্টিয়ার, ২০০ জন টেম্পোরারি হোমগার্ড। এছাড়াও পুলিশের হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড দুটি জায়গায় এবং রেডিও ফ্লাইং স্কোয়াড চারটি জায়গায় মোতায়েন করা হয়েছে। রাস্তায় কোনও সমস্যা হলে বিষয়টি এরা দেখবেন।
এর পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ২টি টিম হাওড়ার রামকৃষ্ণপুর ও জেটিয়া ঘাটে থাকছেন। এছাড়াও সিভিল ডিফেন্সের ৬টি টিম রয়েছে শিবপুর, সাঁকরাইল, বি গার্ডেন, বাঁধাঘাট সহ ৬টি ঘাটে। এছাড়াও জলের মধ্যে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তারজন্য ১০টি নৌকা প্রস্তুত রাখা হচ্ছে। তাতেও পুলিশের টহলদারি থাকছে। এর পাশাপাশি পুলিশের নিজস্ব লঞ্চেও টহলদারি থাকছে। ভীড়ের মধ্যে যাতে চুরি, ছিনতাই বা অন্য কোনও অপরাধ না ঘটে তার নজরদারির জন্য পুলিশ কর্মীদের পাশাপাশি সাদা পোশাকে মহিলা পুলিশ রয়েছেন। ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। হাওড়া সিটি পুলিশ এলাকায় ঘাট ও পুকুর মিলে ১৩৬টি স্থানে ছট পুজো উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। পুরসভা আলোর ব্যবস্থা করেছে। বুধবার দুপুরের পর থেকেই এই নিরাপত্তা রয়েছে। আমরা চাই ছট পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়।