এই মুহূর্তে জেলা

ষষ্ঠীর সকাল থেকেই মানুষের ঢল চন্দননগরে।

সুদীপ দাস, ১০ নভেম্বর:- ষষ্ঠীর সকাল থেকেই চন্দননগরে ঢল নামলো দর্শনার্থীদের। সকাল থেকেই মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে আসেন আট থেকে আশি। কোথাও সাবেকিয়ানা তো কোথাও মন্ডপে থিমের ছোঁয়া। তবে সিংহভাগ প্রতিমাই চন্দননগরের ঐতিহ্যকে হাতিয়ার করে সাবেকি ডাকের সাজে সজ্জিত। অসাধারন কারুকার্যে ভরপুর সেইসমস্ত ডাকের সাজের জুড়ি মেলা ভার। প্রতিমাও যেন জীবন্ত জগৎ জননী। গোটা চন্দননগর-ভদ্রেশ্বর জুড়ে এখন উৎসবের মেজাজ। ষষ্ঠীর সকাল থেকেই পায়ে হেঁটে কিংবা গাড়ি চেপে চন্দননগরে প্রতিমা দর্শনে হাজির বাঙালীরা। ভিড় সামলাতে প্রতি মন্ডপেই ভলান্টিয়ারের ব্যাবস্থা রয়েছে। রয়েছে স্যানিটাইজার। সবকিছু মেনে আপাতত উৎসবের আলোয় গা ভাসাতেই ব্যাস্ত চন্দননগর।