কলকাতা, ১০ নভেম্বর:- ১৬ তারিখ স্কুল খোলার পর আগে পুরনো ক্লাসের পড়া ঝালিয়ে নিয়ে তবেই নতুন সিলেবাসে হাত দেওয়া হবে বলে রাজ্যের শিক্ষা দফতর পরিকল্পনা নিয়েছে। ওই দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজ কোর্সের আকারে এই পাঠ্যক্রম চালানো হবে। প্রথম পর্যায়ে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই ব্রিজ কোর্সের আওতায় আনা হবে। যার জন্য স্কুলগুলিকেনির্দিষ্ট বইও দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে অন্যান্য ক্লাসের পড়ুয়াদের জন্যও একই ধরণের মডেল চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্থির হয়েছে,যারা আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের নবম ও একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ অংশগুলি ব্রিজ কোর্স আকারে পড়ানো হবে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের আগে নবম ও একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ অংশগুলি পড়ানো হবে। বিশেষত উচ্চমাধ্যমিকের বিজ্ঞান, বাণিজ্য শাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশগুলি পড়ানো হবে। প্রয়োজনে আগে প্র্যাক্টিক্যাল ক্লাস নতুন করে নেওয়া হতে পারে। উল্লেখ্য আগামী ১৬ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হচ্ছে।