হুগলি, ৯ নভেম্বর:- শ্রীরামপুর বাসির বহুদিনের দাবি ছিল ঐতিহাসিক জগন্নাথ মন্দির ও সংস্কার করা হোক, সেই দাবি মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক স্থানটিকে সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ করেন। বিভিন্ন সময়ে প্রায় ৭ কোটি টাকা অর্থ দেওয়া হয় এই মন্দির সংস্কারের জন্য। বেশ কয়েক বছরের মধ্যে জগন্নাথ মন্দির, তার মাসির বাড়ি, জগন্নাথ ঘাট নতুন করে সেজে ওঠে। শুধু মন্দির নয় জগন্নাথ দেবের মাসির বাড়ী স্থানীয় জগন্নাথ ঘাটকেও আমূল পরিবর্তন করে চোখ ধাঁধানো রূপ দেওয়া হয়েছে। মন্দিরের সামনে জিটি রোড এর উপর গড়ে উঠেছে একটি বড় গেট, যা পর্যটকদের কাছে বিস্ময় হয়ে উঠেছে।
মাত্র দু বছরের মধ্য বিশাল কর্মকান্ডের ফসল আজকের পরিবর্তিত মাহেশ। নতুন করে সেজে ওঠা এই স্থানটিকে কলকাতা পোস্তা বাজার থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। এদিকে মাহেশে মন্দির চত্তরে ভার্চ্যুয়ালি উদ্বোধন উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক দীপাপ্রীয়া পি, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, তৃনমুল জেলা সভাপতি ও বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌর মোহন দে, মন্দির সেবাইত গোরাচাঁদ অধিকারী, সহ একাধিক প্রশাসনের কর্তা ব্যাক্তিরা।