এই মুহূর্তে কলকাতা

রাজ্য মন্ত্রীসভার বেশ কয়েকটি দপ্তরের রদবদল।

কলকাতা, ৯ নভেম্বর:- বিধানসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়া রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে মুখ্যমন্ত্রী আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে। বিধানসভা ভবনে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর অর্থবিষয়ক প্রধান উপদেষ্টা নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্র এই পদের দায়িত্ব পাচ্ছেন বলে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নতুন পদেও তিনি পূর্ণমন্ত্রীর সমতুল মর্যাদা পাবেন। অর্থ দপ্তরের দায়িত্ব আপাতত মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে। তবে ওই দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে রাজ্যের পুরো ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক উপদেষ্টা হিসেবে অমিত বাবু রাজ্যের অর্থ দপ্তর পরিচালনা সংক্রান্ত সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের আমলাদের সব রকমের পরামর্শ ও সহায়তা করবেন।

রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন অনুষ্ঠান এবং বৈঠকেও তিনি প্রতিনিধিত্ব করবেন। প্রয়োজনে কমিটির সদস্য হতে পারবেন। আর্থিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ও তার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী আজ আর ও কিছু সামরিক রদবদল করেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সদ্যপ্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী পুলক রায় কে পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন অসুস্থ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডেকে দফতরের অতিরিক্ত দায়িত্ব জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়াকে দেওয়া হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হিসেবে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতরের প্রতিমন্ত্রী হিসাবে বাড়তি দায়িত্ব পাচ্ছেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি দফতরের মন্ত্রী হচ্ছেন শশী পাঁজা। এখন তিনি নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী।