এই মুহূর্তে কলকাতা

সুব্রত মুখোপাধ্যায় রাজনীতির উত্তম কুমার – ফিরহাদ হাকিম।

কলকাতা, ৮ নভেম্বর:- স্মৃতির সরণি বেয়ে আজ রাজ্য বিধানসভায় প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ট্রেজারি বেঞ্চ থেকে বিরোধী দলের সব সদস্যই সুব্রত মুখার্জিকে আন্দোলনের অপর নাম বলে অভিহিত করেন। আলোচনায় সকলেই তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করেন। অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক শোক প্রস্তাব উত্থাপন করে প্রয়াত মন্ত্রী তথা বিধানসভার প্রবীণতম সদস্যের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করেন তিনি বলেন পরিষদীয় পরিমণ্ডলে সুব্রত মুখার্জি এক উজ্জ্বল জ্যোতিষ্ক। অধ্যক্ষ আরও বলেন এবারের বাজেট অধিবেশনে পঞ্চায়েত দপ্তরের নিয়ে আলোচনার জন্য কম সময় বরাদ্দ করা সুব্রত বাবু মনোক্ষুন্ন হয়েছিলেন। কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সুব্রত বাবু স্মৃতিচারণ করতে গিয়ে বেশ কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান সুব্রত বাবু ছিলেন তার ঘনিষ্ট বন্ধু। নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সুব্রত মুখোপাধ্যায় রাজনীতির উত্তম কুমার। তিনিই ছিলেন তার কাছে রাজনীতির হিরো।

মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া প্রয়াত মন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এর উল্লেখ করেন। তিনি বলেন সুব্রত বাবুকে বাদ দিয়ে কোনো ছাত্র আন্দোলনের ইতিহাস লেখা সম্ভব নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন খুব অল্প বয়স থেকেই আমার এবং আমার পরিবারের সঙ্গে ওর সম্পর্ক সুব্রত বাবুর মৃত্যুতে আজ পরিবারের একজনকে হারালাম। পরিষদীয় মন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় ভারাক্রান্ত হৃদয়ে সুব্রত মুখার্জির সঙ্গে ছাত্র আন্দোলনের কথা স্মরণ করেন। ব্যক্তিগত স্মৃতিচারণ এর মধ্যে তিনি জানান সুব্রত দা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি সদা স্নেহশীল ছিলেন। প্রায়ই তাদের বলতেন ও গরিবের মেয়ে। ওকে তোরা উঠতে দে আজ যারা প্রয়াত মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তাদের মধ্যে রয়েছেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক দেবাশীষ কুমার মন্ত্রী সুব্রত সাহা বিজেপির মনোজ টিজ্ঞা এবং মিহির গোস্বামীও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নৌশাদ সিদ্দিকী। পরে সদস্যরা উঠে দাঁড়িয়ে দু মিনিট মৌন পালন করে সুব্রত মুখার্জি প্রতি শ্রদ্ধা জানান। এরপরই অধ্যক্ষ দিনের মত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।