এই মুহূর্তে জেলা

হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ে আগুন।

হাওড়া, ৮ নভেম্বর:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে এমনিতেই পাহাড়প্রমাণ জঞ্জালের স্তূপ। আর তাতেই আগুন লাগল সোমবার সকালে। এদিন বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ ভাগাড়ের জঞ্জালের স্তুপে আগুন লাগে। এলাকার বাসিন্দারাই এই আগুন দেখতে পান। খবর দেন দমকলে। আবর্জনার মধ্যে থাকা মিথেন গ্যাস সূর্যের তাপের সংস্পর্শে আসায় জঞ্জালে আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এমন অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে বলে এলাকাবাসীদের দাবি। স্থানীয় এক অফিসের কর্মী বিশ্বনাথ দাস বলেন, “মাঝে মাঝেই ভাগাড়ে আগুন লাগে। আবর্জনার মধ্যে সূর্যের তাপ পড়ায় মিথেন গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় আগুন লাগে। যে কারণে প্রায়ই এ ধরণের আগুন লেগে থাকে।