এই মুহূর্তে জেলা

দুর্ঘটনায় আহত ওসিকে গ্রীন করিডোর করে আনা হয় হাওড়ায়।

হাওড়া, ৭ নভেম্বর:- শনিবার ২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় আহত গুড়াপ থানার ওসি পুষ্পেন সান্যালকে গুরুতর আহত অবস্থায় গ্রিন করিডোর করে রাতেই বর্ধমান থেকে হাওড়ার আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। আইসিইউ কেবিনে তাঁকে রাখা হয়েছে বলে জানা গেছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে এছাড়াও যে সমস্ত জায়গায় গুরুতর চোট পেয়েছেন সেখানে অস্ত্রোপাচারের পরিকল্পনা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জানা গিয়েছে, এক ট্রাকের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। গুরুতর আহত দুই পুলিশকর্মীকে স্থানীয় বেসরকারি হাসপাতাসে নিয়ে আসা হয়।

ওসি পুষ্পেন স্যানালের চোট গুরুতর হওয়ায় তাঁকে রেফার করা হয়। গ্রিন করিডরের মাধ্যমে বর্ধমান থেকে তাঁকে নিয়ে আসা হয় হাওড়ায়। ২ নং জাতীয় সড়কের গুড়াপ থানার অন্তর্গত বসিরপুরের কাছে দুর্ঘটনার মুখে পড়েন গুড়াপ থানার ওসি পুষ্পেন স্যানাল ও এসআই সমীর মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক দ্রুতগতিতে এসে বর্ধমান অভিমুখে দাঁড়িয়ে থাকা ওসি পুষ্পেন স্যানালের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরে নয়ানজুলিতে নেমে যায়। ঘটনার ফলে গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে একইসঙ্গে আটকে পড়েন ওসি পুষ্পেন স্যানাল ও এসআই সমীর মুখোপাধ্যায়। পুলিশ এসে তাদের উদ্ধার করে।