এই মুহূর্তে জেলা

রাস্তার কুকুরদের উপর নির্মম অত্যাচার , তদন্তে ব্যাঁটরা থানা।

হাওড়া, ৭ নভেম্বর:- পথ কুকুরদের উপর অত্যাচারের অভিযোগ এবার হাওড়ার ব্যাঁটরায়। কুকরদের মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দা এক পশুপ্রেমী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যাঁটরা থানা সূত্রের খবর, রবিবার সকালে শুভ্রজ্যোতি ওরফে বুম্বা মন্ডল নামের এক ব্যক্তি থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় পাড়ার বাসিন্দা কেউ বা কারা রাস্তার কয়েকটি কুকুরকে মারধর করেছে। কুকুরগুলো আহত অবস্থায় ঠিকমতো চলাফেরা পর্যন্ত করতে পারছে না। অভিযোগ পেয়েই ব্যাঁটরা থানার পুলিশ কদমতলার ওই এলাকায় যায়। কারা এই ঘটনায় যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে।