এই মুহূর্তে কলকাতা

এবার অফলাইনে ক্লাস শুরু করার প্রস্তুতি শুরু হল বিশ্ববিদ্যালয় স্তরে।

কলকাতা, ৬ নভেম্বর:- করোনা ভীতি কাটিয়ে রাজ্যে স্কুল কলেজ খুলছে ১৬ নভেম্বর। এবার অফলাইনে ক্লাস শুরু করার প্রস্তুতি শুরু হল বিশ্ববিদ্যালয় স্তরে। ক্যাম্পাস খোলা নিয়ে আগামী মঙ্গলবার ৯ই নভেম্বর বৈঠকে বসতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঐদিন সমস্ত বিভাগীয় প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দশটি ক্যাম্পাস ও বেশ কয়েকটি হোস্টেল রয়েছে। ইতিমধ্যে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হলেও এত বড় বড় ক্যাম্পাসে কোভিদ বিধির যথাযথ ব্যবহার সুনিশ্চিত করাই এই মুহূর্তে কর্তৃপক্ষের কাছে মুখ্য লক্ষ্য। তাই উপস্থিতির হার ক্লাসের পদ্ধতি অফিসের কাজকর্ম গুলির জন্য নির্দিষ্ট পরিকল্পনা স্থির করার জন্য এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলা নিয়ে ইতিমধ্যেই বেশকিছু পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। কুটার তরফে বলা হয়েছে ফাইনাল সেমিস্টার এর পড়ুয়াদের আপাতত অফলাইন থিওরি ক্লাসের নিয়ে আশা হোক। আর ল্যাবরেটরি শুরু হোক সকলের জন্য। হোস্টেলে ও ফাইনাল সিমেস্টারের ছাত্র-ছাত্রীদের রাখার ব্যবস্থা উপরে অভিমত দিয়েছেন তারা। কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও এ ধরনের বৈঠকের দাবি জানিয়েছে ছাত্র সংসদ।