হাওড়া, ৬ নভেম্বর:- ভাইফোঁটার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হাওড়ায়। ডায়ালিসিস করাতে হাসপাতালে আসার পথে বাইকের ধাক্কায় টোটো উল্টে মহিলা যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটল। হাসপাতালে আসার পথে বাইকের সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। মৃত্যু হয় মহিলা রোগীর। জানা গেছে, শনিবার বিকেলে ওই ঘটনাটি ঘটে শিবপুরের ফরশোর রোডে। পুলিশ বাইকটিকে আটক করলেও দুর্ঘটনা পর পলাতক দুই বাইক আরোহী। শনিবার বিকেল চারটে নাগাদ উত্তর হাওড়ার মুরগিরহাটা এলাকার বাসিন্দা সোমা নাহা (৫৬) তাঁর ছেলের সঙ্গে টোটো চেপে শিবপুরের এক বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ডে ডায়ালিসিস করতে যাচ্ছিলেন।
টোটোটি শিবপুরের ফরশোর রোডে যখন লেন পরিবর্তন করছিল সেই সময় উল্টোদিক থেকে বেপরোয়া একটি বাইক এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থলেই বেসামাল হয়ে উল্টে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা রোগী, তাঁর ছেলে এবং টোটো চালক। টোটোটি সোমাদেবীর গায়ের উপরে পড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনি। তাঁকে জৈন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাইক ফেলে চম্পট দেয় দুই বাইক আরোহী। তাদের মাথায় হেলমেট ছিল না বলে অভিযোগ। শিবপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সংগ্রহ করা হচ্ছে সিসিটিভি ফুটেজ। আরোহীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।