এই মুহূর্তে কলকাতা

সদ্যসমাপ্ত উপনির্বাচনে শাসক ও বিরোধীদের চিন্তা বাড়িয়ে ভালো ফল করেছে নোটা।

কলকাতা, ৪ নভেম্বর:- সদ্য সমাপ্ত একাধিক রাজ্যের বিধানসভা উপনির্বাচনে আশ্চর্য ভাবে শাসক ও বিরোধীদের চিন্তা বাড়িয়ে ভালো ফল করেছে নোটা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভালো ফল করেছে নোটা। যার জন্য তৃতীয় স্থানে উঠে এসেছে নোটা। মধ্যপ্রদেশের উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে মঙ্গলবার। যেখানে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত অঞ্চল জবাট বিধানসভায় তৃতীয় স্থানে উঠে এসেছে নোটা। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৫,৬০৩ টি। এই আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী সুলোচনা রাউত, তিনি ৬,১০৪ ভোটের মার্জিনে হারিয়েছেন কংগ্রেস প্রার্থীকে। পৃথ্বীপুর বিধানসভায় ১,৭৪১ টি ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে নোটা।

রায়গাঁওতে ১,৪৩৬ ভোট পেয়েছে নোটা ও আশ্চর্য রকম ভাবে ১৩,৬২৭ ভোট পেয়ে পঞ্চম স্থানে খান্দোয়া স্থানে রয়েছে নোটা। অর্থাৎ শাসক কিংবা বিরোধী দল উভয়ের পক্ষে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই নোটা। এই বিষয়ে বর্ষীয়াণ কংগ্রেস নেতা জিতু পাটওয়ারি জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশে বিজেপি শাসনে অখুশি রয়েছে জনতা। কিন্তু নোটার ভোট বাড়ায় চিন্তা হবে কংগ্রেসের। আমাদের ভাবা উচিত কেন এটা ঘটছে। বুথ ভিত্তিক আলোচনায় বসে ফলাফল নিয়ে বিস্তারিত জানব।’ বিজেপির মন্ত্রী জানিয়েছেন, ‘মানুষ সচেতন হয়েছে। ভেবেচিন্তেই মানুষ ভোট দিচ্ছে। কিন্তু উপনির্বাচনে মানুষ বিরোধী কিংবা শাসককে বাদ দিয়ে নোটায় ভোট দিচ্ছে এটা কিন্তু ভাবার বিষয়।’