এই মুহূর্তে কলকাতা

মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বিশেষ বিল আসতে চলেছে বিধানসভায়।

কলকাতা, ২ নভেম্বর:- ‘মহিলাদের ক্ষমতায়ন’ নিয়ে একটি বিশেষ প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়। দীপাবলি ভাই ফোঁটার ছুটির পর সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সেদিনই এই প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে জানা গিয়েছে। পেশাদার জগত হোক বা রাজনীতি প্রত্যেকটি ক্ষেত্রে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলারা। তবে সমাজে তাঁদের অবদানকে কুর্নিশ জানাতে সংসদীয় ব্যবস্থা এহেন উদ্যোগ গ্রহণ অভিনব বলে ওয়াকিবহাল মহল মনে করছে। বিধানসভা সূত্রে খবর পরপর তিনদফা বিধানসভা নির্বাচনে সফলভাবে দলকে নেতৃত্ব দিয়ে রাজ্যের মসনদে বসা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও সম্মান জানানো হবে এই প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে। এই বিষয়ে বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, ‘আগামী ৮ তারিখ পশ্চিমবঙ্গে মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে প্রস্তাব আনা হবে। এবং তা নিয়ে বিস্তারিত আলোচনাও হবে।’

সূত্রের খবর, ভবানীপুর উপনির্বাচনে বিরাট ব্যবধানে মুখ্যমন্ত্রীর জয়ের পরেই এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয় তৃণমূল পরিষদীয় দলের অন্দরে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার পরিষদীয় দল। কালীপুজোর জন্য মঙ্গলবারের পড়েই বন্ধ হয়ে যাবে বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথমার্ধ। আদামী সোমবার ফের বিধানসভার অধিবেশন বসবে। আর তখনই শীতকালীন অধিবেশনের দ্বিতীয়ার্ধে এই প্রস্তাব আনা হবে। রাজ্যে নারীদের ক্ষমতায়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে একাধিক বিধায়ক কিংবা মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করবেন বলে জানা গিয়েছে। যদিও এই প্রস্তাবনাতে গরহাজির থাকবেন বিজেপি বিধায়করা। বিধানসভার বিরোধী দলনেতা জানিয়েছেন, অধিবেশনের প্রথম দিন অংশ নেওয়ার পর গেরুয়া শিবিরের বিধায়করা আবার অধিবেশনে অংশ নেবেন ১৬-১৮ নভেম্বর।