এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার।


হাওড়া, ১ নভেম্বর:- পেট্রোল, এলপিজি গ্যাস, এবং ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সোমবার পেট্রোলের দাম ১১০ টাকা, ডিজেলের দাম ১০১ টাকা এবং এলপিজি ৬৬ টাকা হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষ এবং গাড়িচালকরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এর জেরে পকেটে টান পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।

একেই লকডাউন থেকে সবেমাত্র কাজ কারবার শুরু হয়েছে তার উপরে পেট্রোল, এলপিজি গ্যাস, ডিজেলের মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন মনে করছেন এইভাবে মূল্যবৃদ্ধি হলে আগামী দিনে সব কিছুই বন্ধ হবার সম্ভাবনা তৈরি হয়েছে। পেট্রল পাম্পগুলো যদি বন্ধ হয়ে যায় যান চলাচল না হলে এর ফলে স্তব্ধ হয়ে যাবে রাজ্য। কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধি নীতির ফলে সংকটে পড়তে চলেছে রাজ্য।